একটি বাসা থেকে ৬ নারী ও ১৫ পুরুষ গ্রেপ্তার

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৬ নারী ও ১৫ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নিচ তলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে আলী মাতাব্বর (৩৫), বাগেরহাট জেলার আড়ুবুন্নি গ্রামের মুজিবুর শেখের ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন, একই উপজেলার হাজিপুর গ্রামের আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়া টঙ্গী পাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজাপুরের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৬), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের অজিউল্লাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমলনগর চর লরেঞ্জের রুহুল আমিনের ছেলে মো. সুমন (৪০), ছাগলনাইয়া রাধানগর কাশেমপুর খামারবাড়ির শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (২১), একই উপজেলার পূর্ব মধুগ্রামের আবদুল হাকিমের ছেলে মনসুর আলম (২১), কিশোরগঞ্জ জেলার রানীগঞ্জের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনী দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর লোকমান মিয়ার মোস্তাফিজুর রহমান (২২), ফেনী সদরের লেমুয়া ভাঙ্গা তাকিয়ার মো. সেলিমের ছেলে মো. সিহাবুল ইসলাম (২১), একই ইউনিয়নের টঙ্গির পাড় কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২), বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৯)।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
তারেক চৌধুরী/আরকে