সিলেটে ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে অব্যাহতি
সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ১২ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে ৩ উপজেলায় ১২ জনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল। অব্যাহতি পত্রে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলায় ৩ জন, গোলাপগঞ্জ উপজেলায় ২ জন, গোলাপগঞ্জ পৌরসভায় একজন ও কানাইঘাট উপজেলায় ৬ জন রয়েছেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আহমেদ, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি এহসান আহমদ।
এক সঙ্গে তিন উপজেলার ১২ নেতাকে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের মোবাইল ফোনে একাধিক কল দিলেও তারা তা রিসিভ করেননি।
মাসুদ আহমদ রনি/আরকে