ইঁদুর ভেবে মুরগির খোপে হাত,সাপের ছোবলে প্রাণ গেল নারীর
ভোলার লালমোহনে সাপের ছোবলে মোসাম্মৎ পারুল বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পারুল বেগম ওই এলাকার মৃত অদুদ সিকদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে,গত দুই দিন ধরে মুরগির বাচ্চা খেয়ে ফেলছিল অজ্ঞাত কোনো প্রাণী। বুধবার রাতে মুরগির বাচ্চা চেঁচামেচি করলে পারুল বেগম ঘুম থেকে জেগে অন্ধকারের মধ্যেই ইঁদুর ভেবে মুরগির খোপে হাত দিয়ে সাপকে চেপে ধরে। তখন ওই সাপ তার ডান হাতের তালুতে ছোবল দেয়।
পারুল চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জানান, পারুল বেগমকে বিষধর সাপে কামড়েছে।
তারপর ওই ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পারুল বেগমকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেই অনুযায়ী পারুলকে সঙ্গে নিয়ে তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে চেপে সদর হাসপাতালের দিকে রওনাও দেন। কিন্তু পথিমধ্যে তারা অ্যাম্বুলেন্স থেকে নেমে স্থানীয় ওঝার কাছে যান। সেখানে কথিত চিকিৎসা শেষে বাড়ি চলে যান।
নিহতের মা ফিরোজা বেগম জানান,বৃহস্পতিবার দুপুরের দিকে পারুল হঠাৎ বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর আবার তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাপের কামড়ে মারা যাওয়া ওই মহিলার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশের একটি টিম। কোনো অভিযোগ না থাকায় ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএমডব্লিউ