টাঙ্গাইলে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোলে বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
সোলে বেগম নাগরপুর উপজেলার ধুবরিয়া গাঙ্গের মাগুরিয়া গ্রামের মৃত জাহিদের স্ত্রী।
জেলার সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় সোলে বেগম মারা যান। বার্ধক্যজনিত নানা সমস্যাসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার ১৬, নাগরপুর উপজেলার ৪, দেলদুয়ার উপজেলার ১, মির্জাপুর উপজেলার ৮, ঘাটাইল উপজেলার ২, মধুপুর উপজেলার ৪, গোপালপুর উপজেলার ৩ ও ধনবাড়ী উপজেলার ৪ জন।
এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন রোগী। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন।
অভিজিৎ ঘোষ/এমজেইউ