ছেলের ঋণের মামলায় কারাগারে থাকা বাবার মৃত্যু
ছেলের ঋণের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ কয়েদীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ইউনুস জামান। নিহত নুরুল ইসলাম জেলার শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ছেলে আরিফুল ইসলাম ঋণ নিয়েছিলেন। সেই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জে অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তাদের সাজা হয়। পরে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ইউনুস জামান ঢাকা পোস্টকে বলেন, নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের নেওয়া একটি ঋণের মামলায় নুরুল ইসলামসহ তার দুই ছেলের ৬ মাসের সাজা হয়। এরপর গত ৩ জুলাই নুরুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়। এর কয়েকদিন পরে তার আরেক ছেলে শরিফুল ইসলামকেও জেলে পাঠানো হয়। কিন্তু মূল অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, নুরুল ইসলাম শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছিলেন। আজ ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুভ কুমার ঘোষ/এএএ