ঘরের বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে নিজ ঘরের নষ্ট বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজিব (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সজিব সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. হারিসের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট সজিবের ওমান যাওয়ার ফ্লাইট ছিল। ঘটনার দিন সকালে নিজ বসত ঘরে একটি বাল্বের লাইনে সমস্যা হয়। তিনি তা ঠিক করতে যান। এ সময় সংযোগ ঠিক করতে বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ঘটনার সততা জানান বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া।
এএএ