রামেক হাসপাতালে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইয়ুব আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আইয়ুব আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সোমবার (৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফএমএ শামীম আহমেদ মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে আইয়ুব আলী চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর আগে গত ৮ জুলাই রামেকে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
শাহিনুল আশিক/এএএ