টানা বর্ষণে বিপর্যস্ত উপকূলবাসী
গত পাঁচ দিনের টানা বর্ষণে কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। টানা বৃষ্টিপাতে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত মাছের ঘের।
জানা গেছে, উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ দিনের বৃষ্টিতে উপকূলের অনেক এলাকা তলিয়ে গেছে, তবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ পানি নামতে পারছে না। সেজন্যই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
লালুয়া এলাকায় বাসিন্দা জব্বার খান বলেন, ‘টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকায় মানুষ খুব কষ্টে আছে। আমাদের এলাকার অধিকাংশ মাটির রাস্তায় হাটু পর্যন্ত কাদা হয়েছে। সে কারণে উপকূলের মানুষ দুর্ভোগে আছে। এছাড়া বাঁধ ভাঙার আতঙ্কে আছি। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে।
মহিপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় জেলে কবির হোসেন বলেন, পাচঁ দিন ধরে বৃষ্টি হচ্ছে। নদীতে মাছ শিকারে যেতে পারছি না। একদিন মাছ না ধরলে সংসার চলে না। এক প্রকার না খেয়েই দিন যাচ্ছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা বেল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ভাঙনের খবর পাওয়া যায়নি। কিছু কিছু বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টে জিওব্যাগ মজুত রয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলছে।
এসএম আলমাস/আরকে