শুল্ক ফাঁকি দিয়ে ৪০ বস্তা চা ভারতে পাচারের সময় যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় ৪০ বস্তা চাসহ আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভজনপুর বাজার সংলগ্ন মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আব্দুল মাজেদ জেলার সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত শালবাহান রোডে পুলিশ টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ভজনপুর বাজারের এক পান-সিগারেটের দোকানের সামনে ভারতে অবৈধভাবে চা পাচারের জন্য চা ভর্তি একটি পিকআপ ভ্যান অবস্থান করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতির টের পেয়ে পালানোর সময় আব্দুল মাজেদকে আটক করা হয়। এ সময় মাজেদকে মালামালের বৈধ কাগজ দেখাতে বললে তিনি দেখাতে পারেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পঞ্চগড়ের মীরগড় এলাকার নাহিদ (২৫) নামে এক যুবক পুর্ণিমা-সুরমা নামের চা ফ্যাক্টরি থেকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তিদের মাধ্যমে ভারতে চা পাচারের উদ্দেশ্যে পিকআপ ভ্যানে লোড করে দেয়। নাহিদ পলাতক রয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় শুল্ক কর ফাঁকি দিয়ে চা ভারতে পাচারের চেষ্টা করার অপরাধে থানায় একটি মামলা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর থেকে একটি পিকআপে ৪০ বস্তা চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মাজেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এসকে দোয়েল/এএএ