দক্ষিণাঞ্চলে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, থাকবে আরও দুই দিন

চলতি বছরে বরিশাল বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ আগস্ট) বিগত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।
বিজ্ঞাপন
তিনি জানান, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম ধরা হয়ে থাকে। এই সময়ে প্রবল বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। তাছাড়া দক্ষিণাঞ্চলের ওপর মৌসুমী বায়ু সক্রিয়। বঙ্গোপসাগরে সঞ্চারনশীল মেঘমালা কার্যকর থাকায় বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। এমন মুষলধারে বর্ষণ আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
মাসুদ রানা রুবেল বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং অতিক্রম করেছিল। সিত্রাংয়ের দিন ৩২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ওই পরিসংখ্যানের সঙ্গে এ বছরের তুলনা করলে চলবে না। কারণ ৩২৪ দশমিক ২ মিলিমিটার বর্ষণ হয়েছিল একটি আপদকালীন সময়ে। অথচ এ বছর আজ (৭ আগস্ট) স্বাভাবিক সময়ে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
এই আবহাওয়াবিদ জানান, বাতাসের আর্দ্রতা শতভাগ। গতিবেগ ১০ থেকে ১২ মাইল। নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারকে নিরাপদে তীরে অবস্থানের জন্য বলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর অধিকাংশ এলাকা। বৃষ্টির দাপটে কমে এসেছে যান চলাচল। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। টানা বৃষ্টিপাতের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর