ভালো কাজ করলে তার পেছনে সমালোচনা হবেই : জায়েদ খান
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সাপোর্ট মানব কল্যাণ সংস্থার আয়োজনে রোববার (৬ আগস্ট) এ মত বিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি বিগত দিনে আমার সংগঠনকে সাপোর্টের মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পেছনে সমালোচনা হবেই। এছাড়া শিল্পী সমিতিকে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা সমালোচনা করা হয়েছে। সেখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার কার্যক্রম সহ্য করতে পারেনি। সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিল। বিভিন্ন সুবিধা ও অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমি পিরোজপুরের সন্তান হিসেবে আশা করব আমার প্রতিটি ভালো কাজে আপনাদের পাশে পাব। করোনাসহ বিভিন্ন কারণে আমার চলচ্চিত্রের কাজ একটু ধীরগতির হয়ে গেছে আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব। কিছু ছবি আসছে এবং কিছু ছবির কাজ চলছে যেগুলোর বেশিরভাগই পিরোজপুরে চিত্রায়িত হয়েছে। ছবিগুলোতে চেষ্টা করেছি পিরোজপুরকে ফুটিয়ে তোলার। আর কিছু না হলেও পিরোজপুরের সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকলে, আমি আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব বলে আশা রাখি।
এ সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় পিরোজপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আবীর হাসান/আরকে