১ লাখ মাস্ক বিতরণ শুরু নওগাঁ পুলিশের
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এক লাখ পিস মাস্ক বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল পাঁচটায় নওগাঁ জেলার প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে পয়েন্টে ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন নওগাঁ জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।
নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ঢাকা পোস্টকে জানান, পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ফ্রি মাস্ক বিতরণ শুরু করেছি। মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে আমরা জেলার বিভিন্ন স্পটে এক লাখ মাস্ক বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে নওগাঁবাসীর সহযোগিতা চাই। কোথাও যেন জনসমাগম না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।
মাস্ক পরিধানে সচেতনতামূলক এ কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর সার্কেল আবু সাইদ, নওগাঁ ডিআইও-১ মোবারক হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক ইনচার্জ রেজাউল হোসেন, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, সদর থানার পরিদর্শক (তদন্ত) তাজমিলুর রহমান, এসআই নাজমুল শাহ্ প্রমুখ।
শামীনূর রহমান/এনএ