দিনাজপুর থেকে রংপুর যাচ্ছেন আওয়ামী লীগের লক্ষাধিক নেতা-কর্মী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফরকে সফল করতে দিনাজপুর থেকে ৩১৬টি বাস, কয়েক শ মাইক্রোবাস এবং প্রায় ৩০ হাজার মোটরসাইকেল নিয়ে লক্ষাধিক নেতা-কর্মী আজ সকাল ৬টা থেকে রওনা দিয়েছেন।
বুধবার (২ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতোমধ্যে দিনাজপুর শহর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উৎসবের মধ্যে দিয়ে বাস, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে রংপুরের উদ্দেশ্য রওনা হয়েছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চল সফর অনেক তাৎপর্যপূর্ণ হবে এমনটাই মনে করছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা ঢাকা পোস্টকে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও শান্তির দেশে বিরোধীপক্ষ অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী রংপুরে আসবেন উন্নয়ন অব্যাহত রাখতে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে নেতা-কর্মীদের বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন এমনটাই প্রত্যাশা। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে দিনাজপুর থেকে প্রায় লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দিতে ভোর থেকে রংপুরের উদ্দেশ্য রওনা হয়েছে।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানি শংকর আগরওয়াল ঢাকা পোস্টকে বলেন, দিনাজপুর থেকে মোট ৩১৭টি বাস বিভিন্ন রুটে চলাচল করে। মোট ২৫০টি বাস সমাবেশে যাত্রী পরিবহনের জন্য যাবে। অবশিষ্ট বাসগুলো অন্যান্য রুটে নিয়মিত চলাচল করবে। সাধারণ যাত্রীদের ভোগান্তি যেন না হয় সেদিকেও দৃষ্টি রাখা হয়েছে।
ইমরান আলী সোহাগ/এমজেইউ