ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১৫৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মো. হাবিব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাত ৩টার দিকে তিনি মারা যান।
মো. হাবিব টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা আবদুল আজিজের ছেলে। তিনি এনা ট্রান্সপোর্টের রোড লাইনম্যান হিসেবে কাজ করতেন। ৩০ জুলাই বিকেল ৪টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাবিব। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে গত ৩২ দিনে পাঁচজনের মৃত্যু হলো।
এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত রোগী ভর্তি আছেন ১৫৪ জন। এর মধ্যে পুরুষ ১৩০, নারী ১৬ ও ৮ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩০ জন ভর্তি হন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ রোগী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. ফরহাদ বিন হীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিন রোগী বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও ওয়ার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
উবায়দুল হক/এমজেইউ