বাগেরহাটে কৃষকের ১৭০০ ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা
বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে কৃষকের ১০ লাখ টাকার পেঁপে ও কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার টেংরাখালী গ্রামের সোহাগ শিকদারের কলা বাগান ও পেঁপে বাগানে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আকতার বলেন, টেংরাখালী গ্রামে সোহাগ শিকদার নামে এক কৃষকের আনুমানিক ১৫শ কলাগাছ ও ২শ পেঁপে গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক সোহাগ শিকদার এলাকায় ৩ একর (সরকারি খাস জমি) জায়গার ওপর বিগত কয়েক বছর ধরে কলা, পেঁপে ও বেগুন গাছের চাষ করে আসছেন। স্থানীয় এলাকার কিছু অজ্ঞাতনামা কু-চক্রী মহলের সহায়তায় গভীর রাতে দুষ্কৃতিকারীরা তার ক্ষেতের বেগুন গাছ বাদে কলা ও পেঁপে গাছ কেটে ফেলে। ঘটনার সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শেখ আবু তালেব/এমএএস