গাজীপুরে শিল্প কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে শর্ত ভঙ্গ করে শীতলক্ষা নদীর তীর দখল নিয়ে জলাধার ভরাট করে শিল্প কারখানার কার্যক্রম পরিচালনা করায় কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামের ওই শিল্প প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
উম্মে হাফছা নাদিয়া বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামের কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০-এ দুই লাখ ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরও বলেন, নদী এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, মোক্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
শিহাব খান/এমজেইউ