চাঁদপুরে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিশুর
চাঁদপুরের শাহরাস্তিতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে প্রতিবন্ধী সোহান ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিভাতে কাজ শুরু করেন। এসময় জন্ম থেকে প্রতিবন্ধী সোহান ঘরে থাকায় তাকে বের করে আনা সম্ভব হয়নি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার পর শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া ঘরের মধ্য থেকে সোহানের মরদেহ উদ্ধার করেন।
শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী আহমেদ জানান, রবিউল ইসলামের পরিবারের সদস্যরা তাদের আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। এসময় ঘরে সোহান একা ছিল। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা পুড়ে যাওয়া বসত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এছাড়া আগুণের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ শহীদ হোসেন, শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে ২০ হাজার টাকা এবং একশ কেজি চাল দেওয়া হয়েছে। এছাড়াও ঘরটি পুনর্নির্মাণের জন্য টিন ও নগদ অর্থসহ পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আনোয়ারুল হক/এফকে