সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭
সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রাগাঁও নামকস্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হলেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। বলেন, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. কালন (৩০) ও কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০), উত্তর টুকেরগাঁওয়ের রিতা আক্তার (১৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামের একাব্বর আলী (৬৫), কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া ও মাইক্রোবাস চালক ঢাকার পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার এলাকার তাহের (৪৫)।
স্থানীয়দের ভাষ্য, সকাল ৯টার দিকে নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোরিকশা ও মাইক্রোবাস দুটি গাড়িই সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে পুলিশ এসে উদ্ধার কাজে যোগ দেয়।
মাসুদ আহমদ রনি/এএএ