দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু

দক্ষিণ আফ্রিকার বেলকন শহরে মোহাম্মদ বেলাল হোসেন নামে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহের কোম্পানি বাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে। তার পরিবারে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ জুলাই) বাংলাদেশি সময় ভোরে বেলকন শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শ্যালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে দোকানের কাজ শেষ করে দোকানের পেছনে ঘুমান বেলাল। ভোরে সেখানের এক বাঙালি মোবাইল ফোনে বেলালের মৃত্যুর খবর জানান। সেখানের কেউ কেউ বলছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বেলালের দোকানে আফ্রিকান একজন কর্মচারী কাজ করত বলে জানান তিনি।
শাহজাহান আরও জানান, সকালে দোকানের আশপাশের লোকজন বেলালের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহ এখনও সেই হাসপাতালে রয়েছে।
বিজ্ঞাপন
নিহতের পারিবারিক সূত্র জানায়, বেলাল ২০১৫ সালে জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি দেন। সেখানে তার একটি মুদি ও মনিহারি দোকান রয়েছে।
এদিকে দুপুরের দিকে মৃতের শ্যালক মো. শাহজাহানের মাধ্যমে বেলালের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।
আরকে