বউভাতের খাবার খেয়ে কনেপক্ষের ১৪ জন অসুস্থ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বউভাতের অনুষ্ঠানে খাবার খেয়ে কনেপক্ষের ১৪ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার বরপক্ষ কনের বাড়িতে বউ আনতে যায়। সেদিন খাবার শেষে বরের হাত ধোয়ানোর পর কনেপক্ষকে ২০ টাকা দেওয়া এবং কনের জন্য নাকের ছোট রিং আনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
কনেপক্ষের দাবি, আগের ঘটনার জেরে সোমবার বরপক্ষের বাড়িতে বউভাত অনুষ্ঠানে গেলে কনেপক্ষের খাবারের সঙ্গে জামাল গোটা বা অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই প্রচণ্ড পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কনেপক্ষের ২৫ জন অতিথির মধ্যে ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৮ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুই মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া গ্রামের জালাল গাজীর ছেলে জিএমের সঙ্গে একই ইউনিয়নের চরলন্ডী গ্রামের মহাসিনের মেয়ে মিমের বিয়ে হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মাহমুদ হাসান রায়হান/এএএ