ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের, অল্পের জন্য রক্ষা পেলেন ছেলে-নাতি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকুব্বর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন নিহত বৃদ্ধের ছেলে ও দুই নাতি।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করেছেন।
নিহত আকুব্বর আলী আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদের আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে বিয়াই বাড়ি দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আকুব্বর আলী। মোটরসাইকেলের চালক ছিলেন নিহতের ছেলে মনিরুজ্জামান। এসময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝায় একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের হ্যান্ডেল ট্রাকে আটকে যায়। এতে ছিটকে বৃদ্ধ আকুব্বর ট্রাকের চাকার তলে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। প্রাণে রক্ষা পান ছেলে ও দুই নাতি। পথচারিরা বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গার ওসমানপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছেলে ও নাতিদের সঙ্গে দাওয়াত খেয়ে ফিরছিলেন। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বৃদ্ধ ছিটকে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আফজালুল হক/আরকে