খুলনায় এবার ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
খুলনায় বনমালী কুমার মণ্ডল নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে নগরীর রেলস্টেশন ইয়ার্ড থেকে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বনমালী কুমার মণ্ডল কয়রা উপজেলার জতিন্দ্র নাথ মণ্ডলের ছেলে। তিনি নগরীর কদমতলা এলাকায় ফলের ব্যবসা করতেন।
নিহত বনমালীর পরিবারের সদস্যরা জানান, তিনি (বনমালী কুমার মণ্ডল) নগরীর কদমতলা এলাকার মেসার্স পদ্মা ভাণ্ডার নামে একটি ফলের আড়তের মালিক। রোববার (২৫ জুন) বিকেল ৩টায় নগরীর শেখপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি রাতেই সোনাডাঙ্গা থানায় অবহিত করা হয়।
রেলওয়ে থানা পুলিশের ওসি মোল্লা খবীর আহমেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে প্রভাতি স্কুল মাঠের বিপরীত পাশে রেলস্টেশন ইয়ার্ড থেকে ব্যবসায়ী বনমালীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে, আজ সোমবার সকালে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকা থেকে মশলা ব্যবসায়ী অনুপ মণ্ডলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদ মিলন/এমজেইউ