পৃথিবীর সর্ববৃহৎ ফানুস ওড়ানোর চেষ্টা অবশেষে ব্যর্থ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর চেষ্টা অবশেষে ব্যর্থ হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে বরগুনার সার্কিট হাউস মাঠে টানা দেড় ঘণ্টার প্রচেষ্টার পর ব্যর্থ হয় এ উদ্যোগ। শিশিরের কারণে ফানুস ওড়ানো ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বরেকর্ড গড়ার জন্য ৫০ ফুট উচ্চতা এবং ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত সর্ববৃহৎ ফানুসটি তৈরি করে বরগুনার সায়েন্স সোসাইটি। বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় এ ফানুসটি তৈরি করা হয়। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে বানানো এ ফানুসটির নাম রাখা হয় ‘বিবি-২০২১’। মূলত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ঘেঁটে জানা গেছে, বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ডসটি কলম্বিয়ার। ৩৮ ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ৩২ ফুট নয় ইঞ্চি প্রশস্তের ফানুসটি ওড়ানো হয় কলাম্বিয়া কাউকা বলিভার এলাকায়। ২০০৯ সালে ১১ জানুয়ারি জেসুস আলবার্ট নামে এক ব্যক্তি এ ফানুসটি উড়িয়ে জায়গা করে নেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, আমরা আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। কিন্তু শিশিরের পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আমরা সফল হতে পারিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে গত ২৫ মার্চ থেকে বরগুনার বঙ্গবন্ধু কমপ্লেক্সে ফানুসটি তৈরি শুরু করেন সায়েন্স সোসাইটির ১১ সদস্য। চার দিনের প্রচেষ্টায় বানানো হয় এ ফানুস। বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর দৃশ্য উপভোগ করতে হাজারো মানুষ উপস্থিত হন বরগুনার সার্কিট হাউস মাঠে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এসকেডি/এমএমজে