ভোটের দিন গ্রামের হাটে সাবেক মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের দিন ভোটের নগরী ছেড়ে গ্রামে দাদাবাড়িতে গেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২১ জুন) যখন সিলেট সিটি নির্বাচন চলছিল তখন এই বিএনপি নেতা মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে কোরবানির পশুর হাটে পছন্দের ছাগল কিনতে ব্যস্ত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমার দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই আমি প্রার্থী হইনি। নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। জনগণকে এই নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছে। সারাদিন আমি আমার দাদাবাড়ি মৌলভীবাজার থাকবো। সেখানে আম পাড়বো।
মেয়র আরিফুল হকের আত্মীয় মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী জানান, তারা অনেক অনুরোধ করে আজ আরিফুল হক চৌধুরীকে বাড়িতে এনেছেন। তিনি শমশেরনগর কোরবানির পশুর হাট থেকে ২০টিরও অধিক ছাগল কিনেছেন।
এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয় সিলেটে। এ নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
ওমর ফারুক নাঈম/আরএআর