সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ওছখালী-তমরদ্দি সড়কে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পথচারীদের উৎকট দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পার হতে হয়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে দিনের পর দিন বর্জ্য ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সরাতে কোনো পদক্ষেপই নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের চর কৈলাস এলাকায় ওছখালী-তমরদ্দি সড়ক ঘেঁষেই বিশাল ময়লার ভাগাড়। হাতিয়া পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ভ্যানে করে ময়লা এনে রাখছে এই ভাগাড়ে। ছড়িয়ে পড়া দুর্গন্ধে নাক চেপে চলাচল করছে ছাত্রছাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার মানুষ। ময়লার ভাগাড়ে অতিষ্ঠ স্থানীয়রা।
পথচারী মোহাম্মদ খালেক ঢাকা পোস্টকে বলেন, এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান সব রয়েছে। ময়লার দুর্গন্ধে এই পথ দিয়ে চলাচল করা যায় না। চরম আকারে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা চাই দ্রুত এসব ময়লা অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
সাহেদ নামের এক স্কুল শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলে, আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়। দুর্গন্ধে আমরা থাকতে পারি না। অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। এখান থেকে ময়লাগুলো সরিয়ে নেওয়া হোক।
পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মালেকা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাড়ির পাশে হওয়ায় ২৪ ঘণ্টায় আমরা দুর্গন্ধে অতিষ্ঠ। রান্নাবান্না করতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না। ময়লা ফেলার কারণে পানি নিষ্কাশন হয় না। আমাদের বাড়িতে পানি চলে আসে। মেয়রকে বলেও এর কোনো প্রতিকার পাচ্ছি না।
ঝর্ণা বেগম নামের আরেক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, আমরা ময়লার মধ্যে কতটা কষ্টে আছি তা কেউ জানে না। মেয়র সাহেব এসেও দেখে যান না। ময়লা পানি ঘরে ঢুকে যায়। পুকুরের মাছ নষ্ট হয়ে যায়। আমাদের ভোগান্তির শেষ নেই।
এ বিষয়ে হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্যাহ বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, বড় পৌরসভাগুলোতে ময়লা ফেলার স্থান থাকলেও আমাদের হাতিয়ায় নেই। ময়লা ফেলার জন্য দ্রুত জায়গা ক্রয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সাময়িক এই অসুবিধার জন্য পৌরসভার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
হাসিব আল আমিন/এমজেইউ