কাফনের কাপড় পরে হেফাজতের সড়ক অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় রোববার (২৮ মার্চ) সকাল থেকে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করে হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল খালিক ও মাওলানা আজিজুর রহমান মানিক। হরতাল পালনে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
অপরদিকে, মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে হবিগঞ্জ শহরে হরতালের কোনো খবর পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে হেফাজত কর্মীদের দেখা যায়নি। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করছে। তবে বানিয়াচং উপজেলার বিভিন্নস্থানে হেফাজতের সমর্থকরা বিক্ষোভ করে রাস্তায় অবস্থান নিয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, মহাসড়কের বাহুবল ও মাধবপুর এবং হবিগঞ্জ শহরে বিজিবি মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।
মোহাম্মদ নূর উদ্দিন/ এমআইএইচ