ব্যবসায়ীকে হত্যা করে নিয়ে গেল সিসি ক্যামেরার হার্ডডিস্ক
পূর্বশত্রুতার জেরে সাভারের আশুলিয়ায় ইলিম সরকার (৩৫) নামের এক ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইলিম সরকার ওই এলাকার হাজী ফজল সরকারের ছোট ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, সকালে নিজের নির্মাণাধীন পাঁচতলা বাড়ির কাজ দেখতে যান নিহত ইলিমের স্ত্রী। এ সময় বাড়িতে একাই ছিলেন ইলিম। এ সময় ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা।
পরে তার স্ত্রী ফিরে এসে ইলিম সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন তাকে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে।
নিহত ইলিমের বাবা জলিল সরকার ঢাকা পোস্টকে বলেন, এর আগেও কয়েকবার হত্যার উদ্দেশ্যে ইলিমের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এবার তাকে মেরেই ফেলল।
নিহতের স্ত্রী কেমেলী বলেন, সকাল আটটার দিকে আমি বাড়ির কাজ দেখতে যাই। ১০টার দিকে ঘুরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির পেটে ও গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মাহিদুল মাহিদ/এনএ