১৬টি গাঁজা গাছসহ ইউপি সদস্যের স্ত্রী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৬টি গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় জোসনা বেগম (৪২) ও রবিন (৪০) নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জোসনা বেগম উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সেন্টু মেম্বারের দ্বিতীয় স্ত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে সেন্টু মেম্বারের বাড়ি সংলগ্ন ধইঞ্চা ক্ষেতে অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এসময় সেন্টু মেম্বারের বাড়ি থেকে দুই পুড়িয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বার তার বাড়ির পাশে ধইঞ্চা ক্ষেতের আড়ালে গাঁজা গাছের চাষ করছিলেন। গাঁজা সেবন করতে তার বাড়িতে লোকজনের ভিড় জমেই থাকত।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঢাকা পোস্টকে বলেন, সেন্টু মেম্বারের বাড়ির পাশ থেকে গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। এসময় সেন্টু মেম্বারকে বাড়িতে পাওয়া যায়নি। তার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ ১৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
ব.ম. শামীম/কেএ