মাদক ও চোরাচালান উদ্ধারে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই রকিবুজ্জামান
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রকিবুজ্জামান খাঁন ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ডিআইজি কার্যালয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন তিনি।
পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন মোহাম্মদ সাইদুর রহমান (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অবস এন্ড ইন্টেলিজেন্স) টুটুল চক্রবর্তী (বিপিএম),পুলিশ সুপার আক্তার হোসেন (পিপিএম বার) সহ অন্যান্য সিনিয়র অফিসারগণ।
এ বিষয়ে এএসআই রকিবুজ্জামান বলেন, এই সাফল্য আমার একা নয়, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের। পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধার কারী সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই)-হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরস্কার কাজে উদ্দীপনা বাড়ায়। আমি আমার সকল সহকর্মীদেরকেও শুভেচ্ছা জানাই।