ভূমিকম্পে কাঁপল সিলেট
ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। শুক্রবার (১৫ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছেন, বাংলাদেশে আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে এর মাত্রা ছিল ৫। যার স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ড এবং এর উৎপত্তিস্থল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। উক্ত ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ (24.750°N 92.042°E)।
তিনি আরও বলেন, সিলেট শহরের মানুষদের আগামী ২৪ ঘণ্টা সতর্ক থাকার অনুরোধ করবো। ৫ মাত্রার ভূমিকম্প অপেক্ষাকৃত শক্তিশালী। ফলে আগামী ২৪ ঘণ্টা ছোট ছোট আরও ২/১টি ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, যে ভূমিকম্পগুলো প্রথম ভূমিকম্পের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সৃষ্টি হয়ে থাকে।
এদিকে এখন পর্যন্ত সিলেটের কোথাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূকম্পনের পর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। বাসাবাড়ি থেকে মানুষজন বাইরে বেরিয়ে আসেন। পরবর্তীতে অনেকেই তাদের ফেসবুক স্ট্যাটাসে ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি তুলে ধরেন।
মাসুদ আহমদ রনি/এমজেইউ