হাতপাখার প্রার্থীর ওপর হামলা, আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে হাতপাখার প্রার্থী শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তিনি এ ঘোষণা দেন।
শাহ আলম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা পারিবারিকভাবে বছরের পর বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি। ১৯৯০ সাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলাম এবং বর্তমানে আমি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি একজন মুসলমান হিসেবে একজন আলেমের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ ইচ্ছায় স্বজ্ঞানে এমন সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবো কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।
এ বিষয় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা ঢাকা পোস্টকে বলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার গত তিন থেকে চার মাস যাবৎ চরমোনাই পীরের পেছনে ছোটাছুটি করছেন। তার উদ্দেশ্য কুয়াকাটা পৌরসভায় হাতপাখা প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করা। এখন শুনতেছি তিনি পদত্যাগ করবেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত পদত্যাগপত্র আমরা হাতে পাইনি।
আরএআর