বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন
হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
রেজাউল করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পাশাপাশি প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন তারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য যারা নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকেও একই আশ্বাস দিয়েছিল।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকার নিবন্ধিত একটি সুশৃঙ্খল, আদর্শবাহী রাজনৈতিক দল। আমরা নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নিয়ে আসছিলাম। নির্বাচন নিয়ে সরকারকে বারবার সতর্ক করার পরও তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি। যার প্রমাণ আমার ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর দুই দফায় নির্বাচনচলাকালে হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই। এই ঘটনার প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করেছি।
মুফতি রেজাউল করিম বলেন, আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেব না।
সংবাদ সম্মেলনে ফয়জুল করীমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর