কীর্তনখোলায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী পারাবত-১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির তলাও ফেটে গেছে। বর্তমানে লঞ্চটিকে সদর উপজেলার চরবাড়িয়ায় নোঙর করা হয়েছে।
শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পারাবত-১১ লঞ্চের যাত্রী পুলক ও তারেক ঢাকা পোস্টকে বলেন, বরিশাল নদীবন্দর থেকে রাত ৯টায় ছেড়ে আসার পর লামচড়ি এলাকায় লঞ্চটি একটি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়। তিনজনকে নদী সাঁতরে উপরে উঠতে দেখেছি। তবে তারা কার্গোর নাকি লঞ্চের যাত্রী তা বলতে পারছি না।
তারা আরও বলেন, লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, লঞ্চ ঢাকা যাবে না। এরপর যাত্রীরা অন্যান্য নৌযানের মাধ্যমে তীরে উঠছেন।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কেউ নিখোঁজ বা হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। এ বিষয়ে পরে জানাতে পারব।
তিনি আরও বলেন, ঢাকাগামী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মাস্টারকে পেছনে আসতে বলা হয়েছে। এছাড়া বরগুনা থেকে আরও একটি লঞ্চ আসছে। তাতে যাত্রীদের তুলে দেওয়া হবে, যাতে তারা ঢাকা যেতে পারেন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ