স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পলাশ হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ হোসেন ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। ঘটনার পর থেকেই তার চাচাতো ভাই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় পলাশ হোসেনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন পলাশের চাচাতো ভাই সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হত। সুমন শনিবার রাতেও পলাশের স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেন পলাশ। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।
মহেশপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই সুমন আলী পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ