চলছে উদ্ধার কাজ, সিলেটের সঙ্গে এখনও বন্ধ রেল যোগাযোগ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনও ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয়নি।
কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি রিলিফ ইঞ্জিন এসেছে। উদ্ধার কাজ শেষ হতে বিকেল ৪টা বাজতে পারে বলে জানান ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন।
তিনি বলেন, গাছগুলো কেটে সরানো হয়েছে। সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পারাবতের বগিগুলো শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেললাইনের উপর পড়া গাছের ধাক্কায় ইঞ্জিনসহ ৩টি বগি উল্টে যায়। ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাছের সঙ্গে থাক্কা লেগে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
ওমর ফারুক নাঈম/আরকে