মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করার ঘটনার মামলায় সাজু মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ওই ঘটনায় শুক্রবার (৫ মে ) থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাজু মিয়া কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামের সাহেব আলীর ছেলে।
জানা যায়, স্কুলে যাওয়া আসার সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতো সাজু মিয়া। পরে স্কুলছাত্রীর বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করা শুরু করে সাজু। পরবর্তীতে ওই স্কুলছাত্রীর বাবা তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকেই মারপিট করে ওই যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।
এ বিষয়ে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত ঢাকা পোস্টকে বলেন, কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের সাজু মিয়া এক স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। এমনকি ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করতো সাজু। ওই স্কুল ছাত্রীর বাবা উত্ত্যক্তের প্রতিবাদ করলে অভিযুক্ত সাজু মিয়া তাকে মারপিট করে আহত করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা শুক্রবার (৫ মে) থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকেলেই অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুভ কুমার ঘোষ/এবিএস