সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
সিরাজগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। এছাড়া, কাজীপুরে যমুনার চরাঞ্চলে গরু আনতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ। তারা দুজনেই পেশায় কৃষক। এছাড়া, কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনার চরাঞ্চল চর বড়বাড়িয়া গ্রামের মো. শাহিন আলমের স্ত্রী সীমা খাতুন (২৮)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস ঢাকা পোস্টকে বলেন, দুই কৃষক মাঠে ধান কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। কিন্তু পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালেই রয়েছে।
এছাড়া, জেলার কাজীপুরে যমুনার চরাঞ্চলে গরু আনতে গিয়ে বজ্রপাতে সীমা খাতুন (২৮) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত ঢাকা পোস্টকে বলেন, বাইরে মেঘের গর্জন শুনে চরে গরু আনতে যায় সীমা। এ সময় বজ্রপাতে আক্রান্ত হন তিনি। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, তার পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। এলাকাটি যমুনার চরাঞ্চল হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শুভ কুমার ঘোষ/এবিএস