ঈদ শেষে ঢাকা ফেরা হলো না ছাত্রলীগ নেতা শাওনের
ঈদ শেষে শরীয়তপুর থেকে ঢাকায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন খান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এরপর আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশের টিআই শামিম।
নিহত শাওন খান (২৫) শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের মৃত আলাউদ্দিন খান ও রেশমা বেগমের একমাত্র সন্তান। সে ঢাকার সিদ্ধেশরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহত শাওনের মামা দিপু শিকদার ঢাকা পোস্টকে বলেন, শ্রীনগর হাসপাতাল থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এরপর তাকে গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় নিয়ে আসা হয়েছে। অনেক বছর আগে তার বাবা মারা গেছেন। তিন বছর আগে একমাত্র বোন শিখা(১৪) মারা গেছে। অল্প বয়সে স্বামী ও মেয়েকে হারিয়ে তার মা রেশমা বেগম একমাত্র ছেলে শাওনকে রাজপুত্র করে রেখেছিল। ছেলেকে হারিয়ে আমার বোন রেশমা ভেঙে পড়েছেন। তার আর কিছুই রইল না পৃথিবীতে। আমিও আর মামা ডাক শুনতে পারব না।
শাওনের মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ঢাকা পোস্টের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রলীগের একজন নিবেদিত কর্মীকে হারিয়ে আমরা শোকাহত। শাওন অনেক ভালো ছেলে ছিল। শাওনের জানাজায় অংশ নিতে আমি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করব।
শরীয়তপুরের পালং মডেল থানাধীন চিকন্দি পুলিশ ফাঁড়ির আইসি ইয়াসিন মুন্সী ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগ নেতা শাওন খান মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। মৃত বাবার একমাত্র ছেলের মৃত্যু পরিবারটিকে গভীরমাত্রায় শোকাহত করে তুলেছে। মোটরসাইকেল চালাতে হলে সবাইকে সতর্ক থাকা উচিত।
সাইফুল ইসলাম/এমজে