চিকিৎসক-নার্স ছাড়া দিচ্ছে চিকিৎসা, সিলগালা করে দিলেন ইউএনও
নেই কোনো মেডিকেল অফিসার অথবা ডিপ্লোমা নার্স তবুও চলছে চিকিৎসা সেবা। মানুষকে চিকিৎসার নামে এমন প্রতারণার দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট প্রাইভেট হাসপাতালকে জরিমানার পাশাপাশি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এসময় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার উপস্থিত ছিলেন।
জানা যায়, ১০ শয্যাবিশিষ্ট কবিরহাট প্রাইভেট হাসপাতালটিতে কোনো মেডিকেল অফিসার অথবা ডিপ্লোমা নার্স নেই। মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার নামে প্রতারণা করে আসছে হাসপাতাল কর্তপক্ষ। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এরপর তিনি ৫০০০ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে হাসপাতালটি সিলগালা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিকে কোনো মেডিকেল অফিসার ও একজনও ডিপ্লোমা নার্স না থাকায় মেডিকেল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৯(চ) ধারা লংঘনের দায়ে ১৩(২) ধারা মোতাবেক ৫০০০ টাকা অর্থদণ্ড ও ১০ শয্যা বিশিষ্ট বেসরকারি ক্লিনিকটি মুচলেকা নিয়ে আপাতত বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমএএস