কুমিল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাহাতুল ইসলাম বাঁধন (৩১) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহাতুল ইসলাম বাঁধন নোয়াখালী জেলা পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাঁধন দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আহমেদ আলীর ছেলে।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বাশরা গ্রামে দুই পক্ষ আধিপত্য বিস্তার করতো। একপক্ষের নেতৃত্ব দিতেন পুলিশ কনস্টেবল রাহাতুল ইসলাম বাঁধন। অন্য পক্ষের নেতৃত্ব দিতেন সাদ্দাম। উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। রোববার পূর্ব শত্রুরার জেরে সাদ্দাম গ্রুপের সঙ্গে বাঁধন গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় সাদ্দাম গ্রুপের সদস্যরা মার খায় বাঁধন গ্রুপের হাতে। পরে ওই গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে বাঁধন গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে হত্যা করা হয় কনস্টেবল বাঁধনকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনা জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছে।
আরিফ আজগর/আরএআর