মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রিকেটার রাফি নিহত
মেধাবী রাফিকুল ইসলাম রাফিকে (১৮) নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল তার কৃষক মা–বাবার। স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু তার আগেই একটি দুর্ঘটনায় সব স্বপ্ন মুছে গেল রাফির।
রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের ইসলামপুরের গুঠাইল বাজার-দেওয়ানগঞ্জে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাফির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তার আরও দুই বন্ধু।
নিহত রাফির বাড়ি ইসলামপুর উপজেলার গুঠাইল ঘোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। আহতরা হলেন, ইউসুফ (১৭) ও রায়হান (১৬)। তারা দুইজনেই গুঠাইল ঘোনাপাড়া এলাকার।
নিহত রাফি গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো ও নিয়মিত ক্রিকেট খেলতো উত্তরা ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট একাডেমির হয়ে। ক্রিকেট খেলায় অর্জন করেছেন তিনি একাধিক ট্রফি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে রাফি বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন মোটরসাইকেল নিয়ে। গুঠাইল-দেওয়ানগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তারা। চালক ছিলেন রাফি। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহতের লাশ তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।
এমএএস