ঈদের দিন ছেলে-মেয়েকে নিয়ে ঘুরতে গেলেন স্বামী, ফাঁস নিলেন স্ত্রী
নীলফামারীর কিশোরগঞ্জে গলায় ফাঁস নিয়ে শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা মোড় তেলিপাড়া (মাস্টার পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
শামসুন্নাহার বেগম ওই এলাকার স্কুলশিক্ষক আবু শাহিন মোহাম্মদ হুমায়ুন কবীরের স্ত্রী ও কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলশিক্ষিকা শামসুন্নাহার ২০০০ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য রংপুর শহরের সিও বাজারে বাসা ভাড়া করে থাকতেন। কয়েকদিন আগে ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়িতে আসেন তিনি। শনিবার বিকেলে তার স্বামী হুমায়ুন কবীর ছেলে-মেয়েদের নিয়ে গ্রাম দেখাতে বের হয়েছিলেন। এদিকে স্বামী-সন্তান বাড়িতে না থাকায় শামসুন্নাহার পরিবারের সবার অগোচরে ঘরের দরজা আটকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শরিফুল ইসলাম/আরএআর