চিরনিদ্রায় শায়িত কাউন্সিলর রুবেল
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ডোমার পৌরসভার কাউন্সিলর রুবেল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে রংপুর থেকে বাড়ি ফেরার পথে ডোমার-জলঢাকা সড়কে তিন পথচারীকে দুর্ঘটনা থেকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কাউন্সিলর রুবেল। একই ঘটনায় আহত হন বাইকের আরোহী দুলাল হোসেন।
রুবেল ইসলাম পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত বাবলু ইসলামের ছেলে ও ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া ডোমারের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এর স্বত্বাধিকারী।
তিনি ডোমার পৌরসভা নির্বাচনে গত ২০২১ সালের ২ নভেম্বর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পৌর পরিষদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রুবেল একসময় স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পৌরসভা, উপজেলা পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
আহত দুলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, কাউন্সিলর রুবেলসহ গতকাল দুপুরে তার অসুস্থ শাশুড়িকে দেখার জন্য রংপুর মেডিকেলে যাই। সেখান থেকে ফেরার পথে তিনবট বাজারে ঢুকার সময় হঠাৎ তিনটি ছেলে আমাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তাদেরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণের সময় আমি ছিটকে পড়ে গিয়ে সামান্য আহত হই। এ সময় অপরদিক থেকে এক ট্রাক আসতেছিল। এরপর কী হয়েছে বলতে পারছি না। একটু পর দেখি রাস্তার পাশে রুবেল পড়ে আছে। আমি ভেবেছি তার কোনো কিছু হয়নি। তাই তাকে ডাকছিলাম কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আর তার মাথার পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল।
ডোমার পৌরসভার মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু বলেন, আমাদের পরিষদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর ছিল রুবেল। তার মতো ভালো ছেলে হয় না। তার মৃত্যুতে ডোমারবাসী গভীরভাবে শোকাহত। আমরা পৌর পরিষদ তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।
প্রসঙ্গত, সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শাশুড়িকে দেখতে যান রুবেল। শাশুড়িকে দেখে রংপুর থেকে ফেরার পথে জলঢাকায় ইফতার শেষে ডোমারের উদ্দেশ্যে রওনা দেন। জলঢাকা-ডোমার সড়কের তিনবট এলাকায় তিন পথচারীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের ব্রেক চাপলে রংপুরগামী পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
শরিফুল ইসলাম/এমজেইউ