পথচারী বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাউন্সিলর রুবেল
নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে রুবেল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে জলঢাকা-ডোমার সড়কের সলেমানের চৌপতি ও তিন বটের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
রুবেল পৌর শহরের চিকনমাটি এলাকার বাবলু রহমানের ছেলে ও ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এক সময় স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান তার শাশুড়িকে দেখতে যান। শাশুড়িকে দেখে রংপুর থেকে ফেরার পথে জলঢাকায় ইফতার শেষে ডোমারের উদ্দেশে রওনা দেন। জলঢাকা-ডোমার সড়কের তিন বট এলাকায় তিন পথচারীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের ব্রেক চাপলে রংপুরগামী পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় বাইকে থাকা আরোহী দুলাল আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সুস্থ আছেন।
স্থানীয় মশিয়ার রহমান বলেন, গিয়ে দেখি হাত-পা নড়ছে। কিন্তু তাকে যে হাসপাতালে যে নিয়ে যাব সেই অবস্থা ছিল না। রাস্তায় কয়েকটা ছেলে দুষ্টামি করছিল, তাদের বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা হইছে।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর ঢাকা পোস্টকে বলেন, তিন পথযাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাউন্সিলর রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী সুস্থ আছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
শরিফুল ইসলাম/ওএফ