পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু
আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনকালে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল উপস্থিত ছিলেন।
পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান শেষে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
ইতোমধ্যে জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান দেখতে আম্রকাননে আসতে শুরু করেছেন।
আকতারুজ্জামান/আরকে