আক্কেলপুরে সরকারি ৬১ বস্তা চাল জব্দ
জয়পুরহাটের আক্কেলপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের ৬১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার রায়কালী বাজারের দুটি দোকানঘর থেকে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, রায়কালী বাজারে বাবলু ও সারোয়ার হোসেন নামের দুই ব্যবসায়ীর ঘর থেকে ভিডব্লিউবির ৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীর কেউ দোকানে ছিলেন না। চালগুলো রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টারের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে নতুন নামে ভিডব্লিউবি প্রকল্প চালু করা হয়েছে। রোববার সকাল থেকে রায়কালী ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। ইউপি কার্যালয় চত্বরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অবস্থান করছিলেন। তারা সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তা ১ হাজার ২০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকায় কিনে ঘরে নিয়ে যান। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন রায়কালী বাজারে আসেন। তিনি রায়কালী বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে ৬১ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা ঢাকা পোস্টকে বলেন, রায়কালী ইউনিয়ন পরিষদে গত ১২ এপ্রিল চাল বিতরণের কথা ছিল। ওই ইউনিয়নের চেয়ারম্যান ওই দিন চাল বিতরণ করেননি। আজ রোববার চাল বিতরণ করার কথাও ইউপি চেয়ারম্যান আমাকে জানাননি। এ কারণে ট্যাগ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। জব্দ করা চাল বর্তমানে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রয়েছে।
রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, এই চাল গত ১২ তারিখে বিতরণের কথা ছিল। কিন্তু ওই দিন টিসিবি ও ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম থাকায় চাপ ছিল। এজন্য ভিডব্লিউবির চাল বিতরণ করা সম্ভব হয়নি। আজ রোববার চালগুলো বিতরণ করা হয়েছে। কিছু সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি দিচ্ছিলেন। ইউএনও স্যার বিষয়টি অবগত হওয়ার পর দুপুরে উপজেলা সহকারী কমিশনার এসে দুই ব্যবসায়ীর দোকানঘর থেকে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা চাল জব্দ করেন। জব্দ করা চালগুলো আমার জিম্মায় দিয়েছেন।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত চাল পরবর্তীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।
শাহিনুল আশিক/এমজেইউ