না ভেবে আমি কোনো কাজ করি না : ইলিয়াস কাঞ্চন
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি যা কিছু করি করার আগে ভাবি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিনা? না ভেবে কোনো কাজ করি না। আমার কাছে পাথরের আংটির এক কোম্পানি এসেছিল তাদের বিজ্ঞাপনে কাজ করার জন্য। তারা বলেছিল এটায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিনিময়ে তারা প্রথম বলছিল ১০ লাখ টাকা দেবে। আমি রাজি হইনি। পরে এক কোটি টাকা পর্যন্ত অফার দেয়। তাতেও রাজি হইনি। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি। মানুষের ভাগ্য পরিবর্তন করার মালিক হলো আল্লাহ।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার নান্নুপুর চোরাস্তা বাজার এলাকায় ভিসতা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গাড়ির অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, অনেকেই বাসা থেকে বের ডাইভারকে বলেন এই তাড়াতাড়ি যাও। কিন্ত তাড়াতাড়ি করে গাড়ি চালাতে অতিরিক্ত গতি সৃষ্টি হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সড়ক দুঘর্টনার একটা বড় কারণ। বাংলাদেশে এতো সড়ক দুঘটনা কেন? তার মানে গাড়ি চালাতে প্রশিক্ষণ নেয় না, যেখানে যে দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে গাড়ি চালায়। তাই সকলে রাস্তায় নামার সময় নিজের জীবনে বাঁচানোর চেষ্টা করতে হবে।
ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চাঁদপুরের ডিলার রোটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম.জিয়াউর রহমান, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এস আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা প্রমুখ।
আনোয়ারুল হক/আরএআর