নোয়াখালীতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল টোল আদায়কারীর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার টোল না দিয়ে উল্টো টোল আদায়কারী তানভির তাহসিন সামির (১৯) নামের এক যুবককে কাভার্ডভ্যান চাপায় হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সামির কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে এবং বসুরহাট পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের ভাগনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান খান ঢাকা পোস্টকে বলেন, একটি কাভার্ডভ্যান টোল না দিয়ে পালিয়ে যাচ্ছিল। সামির একটি সিএনজিচালিত অটোরিকশা করে বসুরহাট বাইপাস সড়কের করালিয়া এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু কাভার্ডভ্যানটি না থেমে উল্টো চাপা দিয়ে তানভিরকে অনেক দূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি তাওহীদুল ইসলাম ইভান ঢাকা পোস্টকে বলেন, সেহরিটাও খেয়ে যেতে পারলো না সামির। টোল আদায় করার জন্য কাভার্ডভ্যানের সামনে দাঁড়ালে কাভার্ডভ্যানটি না থেমে উল্টো তাকে পিষে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসিব আল আমিন/এমজেইউ