হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সুব্রত দাশ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক নারী-পুরুষ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুব্রত দাশ ওই গ্রামের যশরথ দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে একটি মাছ ধরার ডোবা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সৃব্রত দাশের মৃত্যু হয়। অন্যদিকে আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, মশাকলি গ্রামের পাশে একটি সরকারি ডোবা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আজহারুল মুরাদ/আরএআর