ননদের বাড়িতে ফাঁস নিলেন কারারক্ষী
ঝিনাইদহ জেলা কারাগারে কর্মরত শোভানা (৩৪) নামে এক নারী কারারক্ষী গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির কাছে ননদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শোভানার স্বামী মাসুম ঝিনাইদহের কোটচাঁদপুরে আনসার সদস্য হিসেবে কর্মরত। তাদের দুই সন্তান। বড় মেয়ে মুন ( ৯) এবং ছেলে ইসরাইল (৬)।
জেলার মো. শহিদুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ডিউটি ছিল শোভানার। আসতে দেরি করার কারণে বাড়িতে লোক পাঠান তিনি। সেময় জানতে পারেন শোভানা আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন শোভানা। ২০২২ সালের ২২ এপ্রিল মেহেরপুর থেকে বদলি হয়ে ঝিনাইদহ কারাগারে আসেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষিয়া গ্রামে। তার স্বামী ঝিনাইদহের কোটচাঁদপুরে আনসার সদস্য পদে চাকরি করেন। পারিবারিক দ্বন্দের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শোভানাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর